মেঘনায় নৌকা ডুবিতে নিহত ১, নিখোঁজ ৫
ফাইল ছবি
নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো পাঁচ যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর সীমান্তবর্তী এলাকার বগারগুদ গ্রামে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের এক দল ডুবুরি উদ্ধার অভিযান চালাচ্ছেন।
পুলিশ জানায়, নরসিংদীর পুরানচর এলাকা থেকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা বগারগুদ গ্রামে যাচ্ছিল। নৌকাটি বগারগুদ গ্রামের তীরবর্তী এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি মেঘনা নদীতে তলিয়ে যায়। নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ছয় জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নরসিংদী জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকা ডুবিতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে।
সঞ্জিত সাহা/এআরএ/আরআইপি