রাজৈরে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
মাদারীপুরের রাজৈরে বজ্রপাতে দুই মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান সাতক্ষীরার আশাসুনি উপজেলার আনুলিয়া গ্রামের আতিয়ার মড়লের ছেলে এবং মনিরুজ্জামান খুলনার পায়রা উপজেলার নারায়নপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার তেলিকান্দি গ্রামে কাবিখা প্রকল্পের রাস্তায় মাটিকাটার কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতের কবলে পড়ে দুই মাটিকাটা শ্রমিক মেহেদী হাসান (২০) ও মনিরুজ্জামান (২৫) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
একেএম নাসিরুল হক/এআরএ/আরআই