ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যৌন হযরানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ মে ২০১৫

`যৌন হয়রানি মানব না প্রতিবাদে-প্রতিকারে সোচ্চার হব` এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত রাজবাড়ীতে পালিত হয়েছে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্রাক রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে কার্যালয়ের সামনের রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে ১৫ মিনিট ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাক জেলা প্রতিনিধি নেফাজউদ্দিন, প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক ওমর ফারুক, ব্রাক রাজবাড়ী সদর শাখার ম্যনাজার অমল চন্দ্র বালা, হিসাব ব্যবস্থাপক সনদ কুমার অধিকারী, রাশ এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুসহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

রুবেলুর রহমান/এমজেড/আরআইপি