ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ৩০ জুলাই ২০১৭

কিশোরগঞ্জের কটিয়াদীতে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে রোববার কটিয়াদী ডিগ্রি কলেজে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে কটিয়াদী হাসপাতালে ৩৫০ জন রোগীর চোখের ছানি অপরারেশন ও চশমার ল্যান্স সংযোজন করা হচ্ছে।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও দীন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, কটিয়াদী-পাকুন্দিয়া নির্বাচনী এলাকার এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ. ন. ম নওশাদ খান ও জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক জানান, এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আজ এবং আগামীকাল সাড়ে তিনশ রোগীর চোখে অপারেশন হচ্ছে। তাদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে ল্যান্স সংযোজন করা হচ্ছে। ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারসহ ৫০ জন ডাক্তার এলাকায় এসে রোগী বাছাই, চিকিৎসা, ওষুধ দেয়া ছাড়াও অপারেশন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম