বিয়ে পাগল এক কিশোরের কাণ্ড!
জীবননগর উপজেলার উথলী গ্রামের বাজার পাড়ার মো. গোলামের ছেলে আকাশ (১৩) বিয়ে না করানোয় আত্মহত্যা করেছে। তার মা বিয়ে না দিতে চাওয়ায় সে মায়ের উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
প্রতিবেশিরা জানান, উথলী বাজার পাড়ার বাদাম বিক্রেতা আকাশ বেশ কিছু দিন ধরে বিয়ে করার জন্য তার মায়ের কাছে আকুতি জানায়। কিন্তু তার মা এতো অল্প বয়সে ছেলেকে বিয়ে দিতে রাজি না হওয়ায় আকাশ তার মায়ের উপর অভিমান করে বৃহস্পতিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
সালাউদ্দীন কাজল/এমজেড/এমএস