ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:১৯ এএম, ৩১ জুলাই ২০১৭

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুর রশিদ সরকারের ছেলে মোসলেম উদ্দিন (৩৫), কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৮) এবং অজ্ঞাত (৩০) একজন।

দুর্ঘটনায় আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। এরমধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ব-১১-৩১০১) মুখোমুখি ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরএআর/জেআইএম

আরও পড়ুন