ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুষ নেয়ার অপরাধে ভূমি কর্মকর্তার ৪ বছরের জেল

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১১:৫১ এএম, ৩১ জুলাই ২০১৭

কুষ্টিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় আদায়কৃত ভূমি কর/রাজস্ব খাতের টাকা আত্মসাতের দায়ে সহকারী ভূমি কমিশনার ও দুদক’র করা দুই মামলায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীকে দুই বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবর দুপুর দেড়টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মুনসুর এ আদেশ দেন। অভিযুক্ত মহম্মদ আলী জগতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (বরখাস্ত) ও দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালে ২২ডিসেম্বর মজমপুর ভূমি অফিসে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে চাকরিকালীন কয়েক হাজার টাকা ভূমি উন্নয়ন কর নিয়ে মূল রশিদে কয়েক শত টাকা লিখে রশিদ দেয়। ভূমি উপ-সহকারী কর্মকতা মোহাম্মদ আলী এভাবে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় প্রজারা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে বিষয়টি তদন্ত শেষে কুষ্টিয়া সদর থানায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেন।

অপরদিকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী জগতি ইউনিয়ন ভূমি অফিসে চাকরিকালীন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, কানুনগো এবং সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে ১২টি দাখিলায় ২২ হাজার ১৫১ টাকা ৬০ পয়সা ভূমি উন্নয়ন কর আদায় করে কার্বন কপিতে ৬৫০ টাকা লিখেন।

এই অভিযোগের ভিত্তিতে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন আক্তার তদন্ত শেষে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুই মামলায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া আদালতের দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক নিযুক্ত পিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট অধ্যক্ষ আমিরুল ইসলাম।

আল-মামুন সাগর/এএম/পিআর