মুক্তিযোদ্ধাকে রাজাকার ঘোষণা, প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যুদ্ধাহত প্রকৃত বীর মুক্তিযোদ্ধা মৃত ইব্রাহীমকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
সোমবার দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঢাকা-সাগরদিঘী সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মুক্তিযোদ্ধাসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হুরমুজ আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, নূর হোসেন, ফজলুল করিম মাস্টার, শাহাদৎ সিকদার, অধ্যক্ষ বাছির উদ্দিন যুবলীগ নেতা আনসার আলী, লিটন মাহমুদসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ৩৪০ নম্বর স্মারকপত্রের আলোকে এ যাচাই-বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর