ঝিনাইদহে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭
ঝিনাইদহ জেলার ৫ উপজেলায় অভিযান চালিয়ে হত্যা, চুরি, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, হত্যা, চুরি, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতারের জন্য জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে সদর উপজেলা থেকে ৪ জন, শৈলকুপা উপজেলা থেকে ৩ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৪ জন, মহেশপুর উপজেলা থেকে ৪ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে।
আরাফাতুজ্জামান/এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ