রাজবাড়ীর ২ ইউনিয়নের ৩৫৭টি পরিবারে বিদ্যুৎ পৌঁছলো
রাজবাড়ী জেলার বসন্তপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের মোট ৩৫৭টি পরিবারের সদস্যরা পল্লী বিদ্যুতায়নের আওতায় এসেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ধুলদী জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে সন্ধ্যা ৬টায় শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এর উদ্বোধন করেন।
এতে রাজবাড়ী পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রৌকশলী মো. আলতাফ হোসেন, বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান গাজী, সহ-সভাপতি মো. আব্দুর রহমান খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন বিশ্বাস, ৭নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. সিদ্দিক রহমানসহ দুই ইউনিয়নের জনগণ।
এ সময় ওই দুই ইউনিয়নের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন এবং প্রধান অতিথি কাজী কেরামত আলীকে ধন্যবাদ জানান।
রুবেলুর রহমান/এমজেড/এমএস