ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছের আড়তে যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৪ আগস্ট ২০১৭

সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি মাছের আড়ৎ থেকে শাহীন আলম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে স্থানীয় আয়নাল ফকিরের মাছের আড়ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, শুক্রবার ভোর ৫টায় স্থানীয়রা মহিষলুটির মৎস্য আড়তের আয়নাল ফকিরের ঘরে শাহীন আলমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

আরও পড়ুন