নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু
নোয়াখালীর চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমেরিকায় প্রবাসী মোসলেহ উদ্দিন ফারুক আহম্মেদের (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গ্রামের বাড়ি বারিপাড়ার বসতঘরের পেছন থেকে তার উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফারুকের স্ত্রী সালমা আক্তার বিথী জানান, রাত ১০টায় ফারুক বাসা থেকে বেরিয়ে যান। এরপর রাত ১১টায় তার ভাগিনাসহ বাসায় ফিরে এসে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তাকে রুমে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে তার মরদেহ বিল্ডিংয়ের পেছনে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, ফারুককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিজানুর রহমান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ