বগুড়ার বিএনপির ৯ নেতা গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা থেকে বিএনপির নয়জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে শিবগঞ্জ থেকে আটজনকে এবং শাজাহানপুরে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি নাশকতার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতাররা হলেন- থানা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, বর্তমান সাংগঠনিক সম্পাদক আবদুল রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন দোজা ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল আলীম এবং থানা ছাত্রদলের সহ-সভাপতি শাহিনুর রহমান রবি। উপজেলা সদরের বানাইল ও কিচকে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, বিএনপির নেতারা নাশকতা করার জন্য কিচক বন্দরে বৈঠক করছিল। বৈঠকের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালালে তারা পালিয়ে যায়।
পরে পুলিশ রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবগঞ্জ থানা বিএনপি। থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। বিগত দিনেও তারা কোনো নাশকতার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিকভাবে তাদের হয়রানি করার জন্য পুলিশ গভীর রাতে ঘমুন্ত এসব নেতাকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
এদিকে, বগুড়ার শাজাহানপুর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবার রহমান দুদুকে শনিবার ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ওসব নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে সুনির্দিষ্ট মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
লিমন বাসার/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ