শ্রমিক লীগ নেতা গ্রেফতারে সমর্থকদের হামলা
ভোলার চরফ্যাশনে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করলেও আটকদের ছাড়িয়ে নিতে তাদের সমর্থকরা হামলা করেন থানা ভবনে। রোববার সকালে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ট্রায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করে শ্রমিক লীগের একটি গ্রুপ। 
এসময় পুলিশ তাদের বাধা দেয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জাগো নিউজকে জানান, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক আবুল কাসেম বাতানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নাম ভাঙ্গিয়ে সুবিধা নেয়ার অভিযোগ উঠায় রোববার ভোর রাতে গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ৫ সহযোগিসহ তাকে আটক করে পুলিশ।
কাসেমকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়। এ খবরে কাসেমের সমর্থকরা সকাল ৭টায় থানা ভবন ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর দিকে সন্ত্রাসী কাসেম গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ করেন ভুক্তভোগিরা।
বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব জাগো নিউজকে জানান, তার এলাকায় কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়া হয় না। তাকে দল থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অমিতাভ অপু/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন