ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩ দিন উধাও, অস্ত্রসহ বিএনপি নেতাকে গ্রেফতার দেখাল পুলিশ

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১০:৫১ এএম, ০৬ আগস্ট ২০১৭

জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় কুশুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরকে উধাওয়ের তিনদিন পর ফের অস্ত্র ও বিষ্ফোরকসহ গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার ভোরে পাঁচবিবি উপজেলার শেখটা-ডাঙ্গাপাড়া এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৭টি ককটেলসহ ওই বিএনপিকে নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ বিএনপি নেতাকর্মী ও গ্রেফতার আব্দুল গফুরের স্ত্রী শাহিদা খানম জানান, জামিন লাভের পর গত ৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট জেল গেট থেকে কালো রংয়ের মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এরপর তাকে যেসব অস্ত্র ও বিস্ফেরক দ্রব্যসহ গ্রেফতার দেখানো হয়েছে এর সঙ্গে তিনি জড়িত নয় বলেও বিএনপি নেতাকর্মী ও পরিবারের দাবি।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৭টি ককটেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি নেতা জামিনের পর পুলিশই তাকে কালো রংয়ের মাইক্রোতে তুলে নিয়ে গেছে সাধারণ মানুষের এমন সন্দেহের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই বা পুলিশ ওই বিএনপি নেতাকে তুলে নিয়ে যায়নি।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি