ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ১১৫৫ পিস ইয়াবাসহ আটক এক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৭ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার রাতে পৌরশহরের পশ্চিম মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মধ্যপাড়া ধোপাহাটি মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৩ লাখ ১ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রোববার রাত ৮টার দিকে পশ্চিম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আরিফকে আটক করা হয়।

‘পরে তার দেয়া তথ্য মতে, মধ্যপাড়া ধোপাহাটিতে আরিফের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির ৩ লাখ ১ হাজার টাকা ও আরিফের মোটরসাইকেলটিও জব্দ করা হয়’।

এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান জিল্লুর রহমান।

জেডএ/জেআইএম