ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৭ আগস্ট ২০১৭

পাবনার ঈশ্বরদী এসএম স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্র শখের বসে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তারা নদীতে নেমে নিখোঁজ হয়। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ ছাত্ররা হলো- ঈশ্বরদী শহরের আমবাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এহসানুল ইসলাম সাকিন (৬ষ্ঠ শ্রেণি) এবং শহরের ফকিরের বটতলা এলাকার আব্দুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৭ম শ্রেণি)।

প্রত্যক্ষদর্শী সাহারা বেগম জানান, দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই ছাত্র নদীতে গোসল করতে নামার আগে স্থানীয় মজিবরের দোকান থেকে শ্যাম্পু কিনে আনে। এরপর তারা আরামবাড়িয়ার পালিদহ ঘাটে নদীতে নামে। নামার আগে তারা তাদের স্কুল ব্যাগ, জুতা নদীপাড়ে রেখে দেয়। এ সময় দোকানদার মজিবর, এলাকাবাসী খায়রুন্নেছা সাঁতার না জানলে তাদেরকে নদীতে নামতে নিষেধ করেন। কারণ নদীতে এখন স্রোত বেশি। কিন্তু সাকিন ও তৌহিদ কারও কথা না শুনে নদীতে নামার কিছুক্ষণের মধ্যে স্রোতের টানে হারিয়ে যায়। নদীতীরে থাকা খায়রুন্নেছা তাদের এই অবস্থা দেখে চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করেন।

ishwardi1

খবর পেয়ে ঈশ্বরদী ও লালপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি। দুপুরে তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সকল শিক্ষক ও ছাত্ররা অনেকেই নদীতীরে জড়ো হয়েছে। তাদের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েছে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়ের বলেন, নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি