বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা জেলার নাচোল উপজেলার আঝইর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে গোলাম মোস্তফা পাইকড়া কমিউনিটি ক্লিনিকের পাশে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনা শুনেছি তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা