ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে এইচএসসির প্রশ্নপত্র গায়েব : ফটোকপিতে পরীক্ষা

প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩১ মে ২০১৫

কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষার ব্যবসা শাখার উৎপাদন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ১৯০টি প্রশ্নপত্র গায়েবের অভিযোগ উঠেছে। পরে সরকারি মহিলা কলেজ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে ফটোকপি প্রশ্নপত্র দিয়ে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর পরীক্ষা শুরু করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তবে, কিভাবে প্রশ্নপত্র গায়েব হলো এর সঠিক উত্তর দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। রোববার সকালে জেলার সরকারি গুরুদয়াল কলেজে এ ঘটনা ঘটে।

গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রামচন্দ্র রায় জানান, ট্রেজারি থেকে আনার পরে সকালে পরীক্ষা শুরুর আগে দেখতে পান খামের ভিতরে ব্যবস্থাপনা প্রথম পত্রের কোনো প্রশ্নপত্র নেই। পরে তাৎক্ষণিকভাবে সরকারি মহিলা কলেজ থেকে প্রশ্ন জোগাড় করে পরীক্ষার্থীদের ফটোকপি প্রশ্নপত্র দেওয়া হয়। তবে, প্রশ্নগুলো কোথায় গেলো, এমন প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেনি তিনি।

প্রসঙ্গত, রোববার সারাদেশে এইচএসসি পরীক্ষার বিজ্ঞান শাখার গণিত এবং ব্যবসা শাখার উৎপাদন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নূর মোহাম্মদ/এআরএ/আরআই