ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিল মা

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩১ মে ২০১৫

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে দুই বছরের ছেলে সন্তানকে বুকে জড়িয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মা আত্মহত্যা করেছেন।

রোববার সন্ধ্যা সোয়া ৭টা দিকে পার্বতীপুর বেলাইচন্ডি রেলস্টেশনের দক্ষিণে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে মা ও ছেলের মতু্য হয়। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সম্রাট জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সৈয়দপুর থেকে আগত খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মা তার ২ বছরের ছেলে সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী জানায়, লাশ দুটি ট্রেনে কেটে ছিন্ন-বিচ্ছিন্ন হওয়ায় চেনা যাচ্ছে না। তবে নিহত নারীর বয়স ২০/২২ বছর। তার পরনে কচুপাতা রঙের পায়জামা-কামিজ ও তার ২ বছর বয়সী সন্তানের গায়ে লাল রঙের গেঞ্জি রয়েছে।

পার্বতীপুর জিআরপি থানা পুলিশের ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি