ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটগ্রামে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫১ এএম, ০১ জুন ২০১৫

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দুবেরহাট ডাঙ্গাপাড়া এলাকায় বজ্রপাতে মোকলেছুর রহমান (৩৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। নিহত মোকলেছুর রহমান পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুবেরহাট ডাঙ্গাপাড়া এলাকার মকবুল আলীর ছেলে।
 
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল সাড়ে ৮ টায় ঘুম থেকে উঠে বাড়ির পাশে মাছের পোনা বিক্রেতার ঝগড়া থামাতে যাওয়ার পথেই হঠাৎ বজ্রপাত পড়ে। এসময় মোকলেছুর রহমান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এসএস/এমএস