নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র করছে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি উন্নয়নে বিশ্বাস করে না। তারা জ্বালাও পোড়াও এর রাজনীতি করে। আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও বিএনপি জ্বালাও-পোড়াওয়ের ষড়যন্ত্র করছে।
বুধবার বিকেলে মধুপুর উপজেলার জলছত্র কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, আওয়ামী লীগ ধর্মীয় সম্প্রতি রক্ষায় সর্বদা সচেষ্ট। আওয়ামী লীগের রাজনীতি আদিবাসীদের পক্ষে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আদিবাসীবান্ধব আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতৃত্বে ১১টি উন্নয়ন সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও বিশ্ব আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক মি. ইউজিন নকরেক।
এতে বক্তব্য দেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সহ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, বাপ্পু সিদ্দিকি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল মুরং, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পিউ ফিলোমিনা মুরং, মি. বেনেডিক্ট মাংসাং ও জলছত্র এসিডিএফ’র সভাপতি মি. অজয় এ মৃ প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জলছত্র বাজার এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে মধুপুর গড় এলাকার আদিবাসী গারো নারী পুরুষ, শিশু কিশোর, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম