ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রেণিকক্ষের ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:৩৬ এএম, ১০ আগস্ট ২০১৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন সরকারি কলেজের একাদশ শ্রেণির সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের আইসিটি ক্লাস চলাকালীন সময় হঠাৎ ফ্যানটি ওপর থেকে খুলে পড়ে। ছাদের সঙ্গের রডটি পুরান হয়ে ক্ষয়ে যাওয়ায় ফ্যানটি ভেঙে নিচে পড়ে যায়।

এতে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার রিমা (১৮) ও সাবরিনা আক্তার সাথী (১৮) আহত হয়। ফ্যানের পাখার আঘাতে তাদের কপাল কেটে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তাদের দেখতে এসে পপি আক্তার ও মাকসুদা নামে অপর দুই কলেজ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে ৪ শিক্ষার্থী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল জানান, ছাদ ড্যামেজের কারণে রডটি ভেঙে সিলিং ফ্যান খুলে পড়েছে। পরবর্তীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস.এম. তরুন/এএম/আরআইপি