ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরফ্যাশনে ডাকাতির ঘটনায় আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ জুন ২০১৫

ভোলার চরফ্যাশনের ২নং পৌর ফ্যাশন এলাকার গাজীবাড়িতে ডাকাতির নামে সন্ত্রাসী হামলায় মহিম গাজী ( ৭৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ এ।

এর আগে ২৩ মে রাত ১২ টায় ডাকাত বেশে সন্ত্রাসীরা হামলা করে গাজী বাড়িতে। ওই সময় খুন হন ওয়ার্ড শ্রমিক লীগ সম্পাদক মো. জাকির হোসেন। পরের দিন বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকিরের ছোট ভাই লিটন শেখ ( ৩০)। তার পর দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকিরের চাচাতো ভাই আলাউদ্দিন ( ৩৫)। সর্বশেষ মারা যান শহীদ গাজীর পিতা মহিম গাজী। ওই দিন আরো ১০জনকে কুপিয়ে জখম করা হয়।

এদিকে ওই এলাকায় গতকালও শোকের মাতম চলছিল। এক এক দিন এক একজনের মৃত্যুর সংবাদ আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভারী হয়ে ওঠে এলাকা। এ ঘটনায় প্রথমে অজ্ঞাত ৩০জনকে আসামি করে মামলা দেন শহীদ গাজী। ওই মামলায় রোববার চিহ্নিত আসামি করা হয়েছে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আলোচিত আবুল কাশেম বাতানকে। কাসেম ও তার ৪ দোসরকে আদালতে পাঠালে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত।  

অমিতাভ অপু/এসএস/পিআর