হঠাৎ টর্নেডোতে উড়ে গেল শতাধিক ঘরবাড়ি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন ও চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রাম ও ভূমিহীন বাজারে টর্নেডোর আঘাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এ সময় টর্নেডোর আঘাতে এলাকার ১৫টি পোল্টি খামারও লণ্ডভণ্ড হয়ে যায়। সেই সঙ্গে টর্নেডোর আঘাতে নারী পুরুষ ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পাশাপাশি উপড়ে গেছে অনেক গাছপালা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, সকাল থেকে টানা বর্ষণের মধ্যে চর এলাহী ইউনিয়নের দক্ষিণে ছোট নদীর তীরবর্তী এলাকা থেকে হঠাৎ বাতাস প্রচণ্ড বেগে চরাঞ্চলে আঘাত আনে। এ টর্নেডোর আঘাতে চর এলাাহী ইউনিয়নের ১, ৩, ৪ নং ওয়ার্ডের তিনটি গ্রামের অন্তত ৪০ থেকে ৫০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এছাড়া চরফিকরা ইউনিয়নের গুচ্ছ গ্রাম ও ভূমিহীন এলাকায়ও প্রচণ্ড বেগে আসা ঝড়ের আঘাতে আরও বেশ কয়েকটি ঘর লণ্ডভণ্ড হয়। সেই সঙ্গে বাড়িঘর ভেঙে পড়ে। এ সময় কয়েশ গাছ উপড়ে পড়ে ও ভেঙে যায়।
আশপাশের লোকজন ছুটাছুটি করে নিরপাদ স্থানে যাওয়ার সময় নাজমুন নাহার (২৫), আলেয়া বেগম (৩৪), নুর নাহার (২২), বেলাল হোসেন (৩৮), রোওশন আরা বেগম (৩০), ধনি বেগম (৫০), লাইলী বেগমসহ (৪০) অন্তত ২৫ জন আহত হয়।
আহতের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও এদের মধ্যে সুমাইয়া আক্তার (১০) নামে এক শিশুর গলা কাটা যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম রাজ্জাক জাগো নিউজকে জানান, হঠাৎ প্রচণ্ড বেড়ে আসা টর্নেডোর আঘাতে সবচেয়ে তার ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ১৫টি পোল্ট্রি খামারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জাগো নিউজকে জানান, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। তার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও ছিলেন। তারা ক্ষয়ক্ষতির তালিকা করে জেলা প্রশাসকের কাছে রাতেই লিস্ট দেবেন। সেখান থেকে যে নির্দেশনা আসে সে অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
মিজানুর রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ