ঝুঁকিপূর্ণ মহাস্থান সেতু দিয়েই চলছে হাজার হাজার যান
ঝুঁকিপূর্ণ মহাস্থান সেতু দিয়ে শুক্রবারও হাজার হাজার যান চলেছে। ঢাকা থেকে ব্রিজ ডিজাইন ইউনিটের দুজন বিশেষজ্ঞ সেতু পরিদর্শন করে বৃহস্পতিবারই ফিরে গেছেন। তারা জানিয়েছেন, ৬০ বছরের পুরানো এই সেতুটি কোনোভাবেই মেরামত সম্ভব নয়। এখন বিকল্প সেতুর ব্যবস্থা না করা পর্যন্ত মহাস্থান সেতুর উপর দিয়ে যান চলাচল মারাত্বক ঝুঁকিপূর্ণ। তবে সওজের পক্ষ থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিকল্প কোনো উদ্যোগ নেয়া হয়নি।
জানতে চাইলে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জাগো নিউজকে জানান, শনিবার থেকে বিকল্প ব্যবহারের জন্য বেইলি ব্রিজের কাজ শুরু করা হবে। এই সড়ক চলমান এশিয়ান হাইওয়ের মধ্যে পড়েছে। যার কারণে প্লান ছাড়া এখানে নতুন করে আরসিসি ব্রিজ নির্মাণের কোনো সুযোগ নেই।
সওজ সূত্র জানায়, ১৯৫৮ সালে করতোয়া নদীর ওপরে সেতুটি নির্মাণ করা হয়। ওই সেতুর ওপর দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে প্রতিদিন গড়ে ১২ হাজার পরিবহন পারাপার হতো। ৬০ বছরের পুরাতন সেতুটির মাঝখানের গার্ডারে ফাটল ধরেছে।
ঢাকা থেকে ব্রিজ ডিজাইন ইউনিটের দু’জন বিশেষজ্ঞ টিমে ছিলেন যথাক্রমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম ও নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন।
বগুড়া ট্রাফিকের টিআই সালেকুজ্জামান বলেন, বগুড়ার মহাস্থানে করতোয়া নদীর ওপরে নির্মিত সেতুতে ফাটল ধরায় উত্তরাঞ্চলের ৯ জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। সেতুটির মাঝ বরাবরে নিচে গার্ডার দেবে গিয়ে বিমে ফাটল ধরেছে। ৪টি পাটাতনের মধ্যে মাঝেরটি দেবে যাওয়ার ফলে এই ফাটল দেখা দেয়। এ কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি।
তিনি জানান, গত বুধবার রাত থেকে ফাটল দেখা দেয়ার পরপরই পুলিশ গিয়ে ওই সেতুর আগে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। ওই সেতু দিয়ে ভারি যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ওই পরিবহনগুলো বিকল্প পথে মোকামতলা আমতলী হয়ে শিবগঞ্জ উপজেলা সদরের ভেতর দিয়ে চলাচল করছে।
এদিকে ভারি ও মালবাহী পরিবহনের জন্য বগুড়া-শিবগঞ্জ সড়কটি বিকল্প পথ হিসেবে বেছে নেয়ায় ভোগান্তি বেড়েছে। পথটি সরু হওয়ায় সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
শিবগঞ্জের বাসিন্দারা জানান, ভারি যানবাহন তাদের ছোট সড়কদিয়ে চলাচল করার কারণে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে বড় বড় গর্ত দেখা দিয়েছে। উঁচু ট্রাকের কারণে বৈদ্যুতিক তার ছিড়ে বৈদ্যুতিক লাইন বন্ধ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টাতেও সেই লাইন মেরামত করা সম্ভব হয়নি। এতেই শেষ নয়, সরু রাস্তাটিতে বিপুল সংখ্যক ভারি যান চলাচল করায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ কারণে এই আঞ্চলিক সড়কের যাত্রীদের দুই ঘণ্টার বেশি সময় অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।
শিবগঞ্জ থানা পুলিশে ওসি শাহিদ মাহমুদ খান জানান, সেতু এবং বিকল্প সড়কসমূহে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসাধারণের যাতায়াতের স্বার্থে শিবগঞ্জ মহাস্থান সড়ক ছাড়াও চৌকিরঘাট থেকে কাগইল-পীরগাছা হয়ে মাটিডালী পর্যন্ত বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ