ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জিয়ানগরে ট্র্রাক চুরির ঘটনায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০১ জুন ২০১৫

পিরোজপুরের জিয়ানগরে উদ্ধারকৃত চোরাই ট্রাক সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোববার জিয়ানগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার অভিযান চালিয়ে পিরোজপুরের হুলারহাট এলাকা থেকে নুরুল হক (৩৫) ও সোহেলকে (৩০) আটক করে। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারের আউয়াল মার্কেট থেকে  পুলিশ অভিযান চালিয়ে চোরাই চক্রের মূল হোতা মো. জুয়েল (৩২) ও কামলা হোসেন টুলুকে (৩৫) আটক করে।

পুলিশ আরো জানায়, চোরাই চক্রের সিন্ডিকেটের সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি ছিনতাই করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এদের বিরুদ্ধে জিয়ানগর থানা ট্রাক চুরির অভিযোগে মামলা রয়েছে। সোমবার ট্রাক চুরির মামলায় আটক দেখিয়ে নুরুল হক ও সোহেলকে আদালতে পাঠানো হয়।

হাসান মামুন/এআরএ/আরআইপি