ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নাছির নিহত

প্রকাশিত: ০৪:২৬ এএম, ০২ জুন ২০১৫

লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা ও ডাকাতিসহ ৩৭ মামলার পলাতক আসামি নাছির বাহিনীর প্রধান নাছির উদ্দিন (৪০) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব-১১। সোমবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও আশপাশের এলাকায় নিজের নামে বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার প্রতিপক্ষ বিএনপি সমর্থিত জেলার শীর্ষ সন্ত্রাসী সোলায়মান উদ্দিন জিসান (৩৪) সম্প্রতি কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` নিহত হন। অধিপত্য নিয়ে বিভিন্ন সময় জিসান ও নাছির বাহিনীর সঙ্গে মুখোমুখি গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বেশ কয়েকবার এসব বাহিনীর সঙ্গে ত্রিমুখী গোলাগুলি হয়েছে। অভিযোগ রয়েছে, নাছির আওয়ামী লীগের সমর্থক নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করতেন।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জাগো নিউজকে জানান, ঘটনার সময় ভবানীগঞ্জ এলাকায় নাছির বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় র‌্যাবের নিয়মিত টহলদল কমলনগরে যাচ্ছিলেন। র‌্যাব ওই এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়োন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে নাছির গুলিবিদ্ধ হন, অন্যরা পালিয়ে যান। পরে আহত নাছিরকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এলজি ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, নাছির লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৫টি হত্যাসহ ৩৭টি মামলা রয়েছে।

কাজল কায়েস/এমজেড/এমএস