মহাস্থান সেতুর মেরামত সম্পন্ন, উত্তরবঙ্গে ভয়াবহ যানজট
টানা ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার বিকেল সোয়া ৩টায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের বগুড়ার মহাস্থান সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ফাটল ধরা সেতুর ওপর দিনরাত কাজ করে বেইলি সেতু প্রতিস্থাপন করা হয়েছে। এখন একমুখি পথ হিসেবে যান চলাচল শুরু হয়েছে।
সেতুতে একসঙ্গে দুটি যান চলতে পারছে না। ফলে ওই সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুতে বেইলি ব্রিজ নির্মাণের জন্য শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সংস্কার কাজ কিছুটা বিঘ্নিত হয়। তবে নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর সেতু খুলে দেয়া হয়েছে।
তিনি বলেন, যে জায়গায় ফাটল ধরেছে সেই জায়গায় সেতুর ওপর চার ফুট উঁচু ও ৬০ ফুট দীর্ঘ বেইলি সেতু নির্মাণ করা হয়েছে। ফাটল ও দেবে যাওয়া অংশে নিচ থেকে পাইপ দিয়ে সাপোর্ট দিয়ে সেতুটি মেরামত করা হয়। এতে করে অন্তত আগামী ২ বছরের জন্য সেতুটি ঝুঁকিমুক্ত। তিনি জানান, বর্তমানে একমুখি পথ হিসেবে যান চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুতে পাশাপাশি একসঙ্গে দুটি যান চলতে পারছে না। ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৯৫৮ সালে মহাস্থানে করতোয়া নদীর ওপর ৭৮ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। বর্তমানে এ সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিনের পুরনো হওয়ায় সেতুটি যানবাহনের এতো চাপ নিতে পারত না। ফলে সেতুটির একটি স্প্যানের চারটি গার্ডারে ফাটল দেখা দেয়।
বগুড়া সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ১৯৫৭ সালে করতোয়া সেতুটি নির্মাণ করা হয়েছিল। ওভারলোডের কয়েকটি ট্রাক একসঙ্গে সেতুর ওপর ওঠার কারণে মাঝের একটি স্প্যানের চারটি গার্ডারে ফাটল ধরে। পরে বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই স্থানে বেইলি সেতু নির্মাণের পরামর্শ দেন।
বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ন চৌধুরী জানান, মহাস্থান সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে চালকদের জন্য যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যানজট নিরসনে কাজ করছে।
এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ