বগুড়ায় ফের গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। স্বামী বজলুর রহমান (২৮) ও তার শ্বশুর শাজাহান আলী (৪৮) চামরুল গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ৩ বছর আগে উপজেলার জিয়ানগর বালুকাপাড়া গ্রামের ২২ বছর বয়সী ওই নারীর সঙ্গে চামরুল গ্রামের শাজাহান আলীর ছেলে বজলুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে ২ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
দীর্ঘদিন ধরে স্বামী বজলুর ও তার বাবা শাজাহানসহ পরিবারের অন্য সদস্যরা যৌতুক চেয়ে ওই গৃহবধূর ওপর নির্যাতন করে আসছিল।
গত ৩০ জুন শুক্রবার রাতে যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে নির্যাতন করে তার স্বামী বজলুর তার মা সখেলা খাতুনের সহযোগিতায় স্ত্রীর মাথার চুল কেচি দিয়ে কেটে দেয়।
পরদিন ১ জুলাই শনিবার দুপুরে খবর পেয়ে বাবা চামরুল গ্রামে এসে ওই গৃহবধূকে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। নিজের সম্মানের ভয়ে গৃহবধূর পরিবার বিষয়টি গোপনে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তারা জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদারকে এ বিষয়ে অবগত করে।
পরে সোমবার নির্যাতিতা ওই গৃহবধূ নিজে দুপচাঁচিয়া থানায় এসে তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলা গ্রহণ করেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার স্বামী বজলুর রহমান ও শ্বশুর শাজাহান আলীকে গ্রেফতার করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনসহ চুল কেটে দেয়ার ঘটনার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এর আগে বগুড়ার শহর শ্রমিক লীগের আহ্বায়ক থাকা কালে গত ১৭ জুলাই কলেজে ভর্তিচ্ছুক ওই ছাত্রীকে ক্যাডার দিয়ে নিজ বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তুফান সরকার।
এরপর ২৮ জুলাই তুফানের স্ত্রী আশা, আশার বোন কাউন্সিলর রুমকিসহ সহযোগীরা ধর্ষিতা ছাত্রী ও তার মায়ের ওপর নির্মম নির্যাতন চালায় এবং তাদের মাথা ন্যাড়া করে দেয়।
লিমন বাসার/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ