সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু গুলিবিনিময়
ফাইল ছবি
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিনটানা খাল এলাকায় কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গুলিবিনিময় চলছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত কয়েকদিনের জেলে অপহরণের ঘটনায় সোমবার রাত থেকে জেলে উদ্ধারে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবনের হরিনটানা এলাকায় কোস্টগার্ডের টহলদলটি অভিযান শুরু করলে বনদস্যুরা তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। এভাবে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় এখনও চলছে।
গুলিবিনিময়ের মধ্যে সুযোগ পেয়ে সকাল ১০টার দিকে বনদস্যুদের হাতে অপহৃত জেলেদের মধ্যে থেকে চারজন জেলে পালিয়ে কোস্টগার্ডের কাছে পৌঁছেছে বলেও দাবি করেছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। এ সময় ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি বোর্ড ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শওকত আলী বাবু/আরএআর/আইআই