ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে বজ্রপাতে দুই শিশু নিহত

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০২ জুন ২০১৫

ঈশ্বরদীতে বজ্রপাতে সিয়াম (৮) ও সবুজ (৯) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বিবিসি বাজার সংলগ্ন বিসুতলায় এ ঘটনা ঘটে।

সিয়াম ওই এলাকার রেজাউল ইসলাম ও সবুজ স্বপন কুমার কুন্ডুর ছেলে। বজ্রপাতে আরও দুই শিশু গুরুতর আহত হয়। এরা হলো একই এলাকার লিটন হোসেন এর মেয়ে নিপা (৮) ও দিলিপ কুমারের ছেলে প্রান্ত (১০)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধা ৬টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় ওই গ্রামের সিয়াম, সবুজ, নিপা ও প্রান্ত নামের চার শিশু একত্রিত হয়ে বাড়ির পাশের একটি আম গাছের নিচে গিয়ে আম কুড়াচ্ছিল। সে সময় বিকট শব্দে বজ্রপাত হলে চার জনের শরীরই ঝলসে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম ও সবুজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নিপা ও প্রান্তকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক শাহানাজ পারভিন। তিনি জানান, বজ্রপাতে চার জনের শরীরের বেশির ভাগ অংশই ঝলসে গেছে।

আলাউদ্দিন আহমেদ/এআরএস