ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রসমালাই খেয়ে ১৩ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৫ আগস্ট ২০১৭

শেরপুরে অভিনব কায়দায় আত্মীয়তার সম্পর্ক গড়ে রসমালাই খাইয়ে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। প্রতারকের ওই রসমালাই খেয়ে বিষক্রিয়ায় এক শিশু নিহত নিহত হয়েছে। রসমালাই খেয়ে অসুস্থ একই পরিবারের ১৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তিন মাস বয়সী শিশু কন্যা লামিয়া আবুল হোসেনের নাতি। অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে শেরপুর জেলা হাসপাতালে ও অন্যদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাশেম পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। প্রায় তিন মাস আগে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং বাবা-ছেলের পাতানো সম্পর্ক স্থাপন করেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে ছেলে সম্পর্কের ওই অজ্ঞাতনামা ব্যক্তি শিমুলতলা গ্রামের আবুল হাসেমের বাড়িতে রসমালাই মিষ্টি নিয়ে স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসে। রাতের খাবারের পর বাড়ির সবাই ওই রসমালাই খেয়ে অচেতন হয়ে পড়লে সুযোগ বুঝে অজ্ঞাত ওই প্রতারক আবুল হাসেমের বাড়ির সব টাকা-পয়সা, কয়েকটি মোবাইল সেট ও বিভিন্ন মালামাল নিয়ে চম্পট দেয়।

Sherpur1

মঙ্গলবার সকালে পাশের বাড়ির ইব্রাহিমের ছেলে ইয়াসিন প্রতিদিনের মতো মাদরাসায় যাওয়ার জন্য হাসেমের ভাতিজা আসিককে ডাকতে গিয়ে সবাইকে এলোপাতাড়ি পড়ে থাকতে দেখলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিন মাস বয়সী হাসেমের নাতনি লামিয়াকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতারককে আটকের চেষ্টা চলছে।

হাকিম বাবুল/আরএআর/এমএস