ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কব্জির সাহায্যে লিখে সাফল্য এনেছে শাহ আলম

প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৩ জুন ২০১৫

শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। শুধু কব্জির সাহায্যে লিখে এ বছর এসএসসিতে সাফল্য এনেছে শারীরিক প্রতিবন্ধী শাহ আলম। দু হাতে একটিও আঙ্গুল নেই তার। তাতে কি হয়েছে? প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উপজেলার পারুলিয়া দ্বিমুখী তফশীলি উচ্চ বিদ্যালয় থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০০ পেয়ে এসএসসি পাস করেছে।

পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে সে। কিন্তু হাতীবান্ধার পূর্ব বিছনদই গ্রামের গরীব বাবা মা কি পারবে তার ভবিষ্যতের পড়াশোনার খরচ জোগাতে এমনি শঙ্কা শাহ আলমের।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের একরামুল-মরিয়মের দরিদ্র পরিবারে প্রতিবন্ধী শাহ আলমের জন্ম। একরামুল মিয়ার তিন ছেলে আর দুই মেয়ে নিয়ে ৭ সদস্যের পরিবার। শাহ আলম জন্মের এক বছরের মাথায় মাটিতে হামাগুড়ি দিতে গিয়ে উঠোনের চুলার আগুনে দু‘হাত পুড়ে যায়। অভাব অনটনের কারণে কৃষক বাবা একরামুল ভালমতো চিকিৎসা করাতে না পারায় দুই হাতের সবগুলো আঙ্গুল হারাতে হয় তাকে।

মা মরিয়ম বেগম জাগো নিউজকে বলেন, ছেলেমেয়েদের মধ্যে শাহ আলমের পড়াশোনার আগ্রহ সবচেয়ে বেশি। হাতের আঙ্গুল না থাকায় পরিবারের কাউকে মুখে খাবার তুলে দিতে হয়। কাপড়ও পড়িয়ে দিতে হয় তাকে। বই খাতার পাতা উল্টাতে সমস্যা হলেও সারাক্ষণ বই নিয়ে থাকে শাহ আলম।

পারুলিয়া দ্বিমুখী তফশীলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, শাহ আলমের দু‘হাতের আঙ্গুল না থাকলেও সত্যি সে খুব মেধাবী। তাই এ বছর সে কৃতিত্বে সাথে এসএসসি পাস করেছে। আমরা সকলে তার মঙ্গল কামনা করি।

এসএস/এমএস