সরকারি দলের ত্রাণ তৎপরতা নেই বললেই চলে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, বন্যাদুর্গত এলাকার মানুষ অতি কষ্টে রয়েছেন। তাদের দুর্দশা লাঘবে যার যার সাধ্যানুযায়ী সহযোগিতা করতে হবে।
পাশাপাশি তিনি দিনাজপুরসহ উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, সরকারি দলের কোনো ত্রাণ তৎপরতা নেই বললেই চলে। শুধুমাত্র প্রশাসনিকভাবে কিছু সহযোগিতা করা হচ্ছে। যা যথেষ্ট নয়।
মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের বাঙ্গিবেচা ঘাট এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

দিনাজপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ডের আয়োজনে ও জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় বন্যাদুর্গত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এজেডএম রেজওয়ানুল হক, যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. লুৎফর রহমান মিন্টুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরগঞ্জে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি