ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরির শ্রমিককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৩ জুন ২০১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লায় ইকরামুল হক (২২) নামে এক বিস্কুট ফ্যাক্টরির শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে একই ফ্যাক্টরির শ্রমিকরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইকরামুল হক উপজেলার পুলিশ লাইন পাড়ার শফিকুলের ছেলে।
    
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৭ মে রাত ৮টার দিকে ইকরামুল হক ভিমরুল্লা আফতাব বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করছিলেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সহকর্মী টুটুল, শলক, তারিক ও জয়নালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ইকরামুলকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং তার অবস্থা অবনতি হলে পরের দিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৭ দিন পর মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ফ্যাক্টরির ৪-৫ টি গাড়ি ভাঙচুর করে এবং ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  

সালাউদ্দিন কাজল/এসএস/এমএস