ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৩ জুন ২০১৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনার ইউনিয়ন থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শুকান দিঘি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকাল ৮টার দিকে শুকান দিঘি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। কানিনা ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, অজ্ঞাত পরিচয়ে নাক, কান, গলা কাটা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জাগো নিউজকে জানান, ওই এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে নারীর মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত নারীর মরদেহের পরনে গোলাপি রং এর জামা ছিল। তবে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

রবিউল হাসান/এসএস/আরআই