মান্দায় বজ্রপাতে নিহত ২
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দোডাঙ্গী গ্রামের কেফাতুল্লার ছেলে আলতাফ হোসেন (৬০) ও কিত্তলী গ্রামের সদের আলীর ছেলে সামছুল আলম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় আলতাফ হোসেন ও সামছুল আলমসহ কয়েকজন দেলুয়াবাড়ী বাজারে আটচালার নিচে একটি দোকানে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় একজন আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের