ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষকের থাপ্পড়ে ৩০ ঘণ্টা পরও জ্ঞান ফিরেনি এক ছাত্রের

প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৩ জুন ২০১৫

গত মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার হলে শিক্ষকের থাপ্পড়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে এক ছাত্র।

বুধবার বিকেল ৬টা পর্যন্ত অসুস্থ ছাত্র জিন্নাতে শেখের অজ্ঞান ফিরেনি। সে পিরোজপুর আদর্শ পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এদিকে এ ঘটনা পর জিন্নাত শেখকে অজ্ঞান অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। সেখানে তার অবস্থা কোনো পরিবর্তন না আসায় তাকে খুলনা মেডিকেলে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জিন্নাতের বাবা জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সকাল ১০টায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন ইংরেজি শিক্ষক অরুন কৃষ্ণ কর্মকার দুষ্টামির অভিযোগে তাকে থাপ্পড় মারেন। এসময় জিন্নাত বাইরে গিয়ে কয়েক বার বমি করে। এরপরেও সে পরীক্ষা দেয়। বাসায় আসার পর ঘটনা আমাদের জানায়। এরপর ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে বিকেলের দিকে অজ্ঞান হয়ে পরে জিন্নাত। সঙ্গে সঙ্গে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।

জিন্নাতের বোন জান্নাতুল ফেরদৌস জানান, এ ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম সরদার উল্টো আমার ভাইকে ছাড়পত্র (টিসি) দেয়ার হুমকি দিয়েছে।

এদিকে অভিযুক্ত শিক্ষক অরুন কৃষ্ণ কর্মকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার খোঁজ পাওয়া যায়নি। ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম সরদার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

এ ঘটনায় স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।

হাসান মামুন/এমএএস/আরআই