সোনাইমুড়ীতে মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল পাটোয়ারী মাজারের খাদেম সোনা মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়ার গ্রামের বাড়ি ফরিদপুরে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াছ নামে একজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) আবদুল্যাহ আল মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম