উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবিটি প্রতীকী
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঁখুয়ায় বন্যার পানিতে ডুবে ফাহিম হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম ছোট বাঁখুয়া মিলপাড়ার মো. আলামিন হোসেনের ছেলে।
উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে পরিবারের সদস্যরা ফাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে সন্ধ্যার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে পাওয়া যায়।
পরে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না