বঙ্গবন্ধু সেতু-জামালপুর রুটে সড়ক ও রেল চলাচল বন্ধ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে বুধবার থেকে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বৃহস্পতিবার থেকে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যমুনায় ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনে বুধবার সরিষাবাড়ি উপজেলার কালিবাড়ি নামকস্থানে রেললাইনের ওপর পানি উঠে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার তারাকান্দির কাউয়ামারা এলাকায় বাঁধ ভেঙে যমুনার পানি রেললাইনে প্রবেশ করেছে। জোকারচর-তারাকান্দি বাঁধ ভেঙে যাওয়ায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে।
ফলে তারাকান্দি সার কারখানা থেকে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সার সরবরাহ বন্ধ হয়ে গেছে। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এ প্রসঙ্গে ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বুধবার থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যমুনার পানি কমলে এবং রেললাইন সচল হলে পুনরায় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি