ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরভদ্রাসনে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৭ আগস্ট ২০১৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নদীভাঙনকবলিত ও বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

বৃহস্পতিবার সকাল ৭টায় ভাঙনকবলিত বালিয়াডাঙ্গী ও ফাজেল খারডাঙ্গী গ্রামের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সাহায্য থেকে এ সময় তিনি পদ্মার ভাঙনে ভিটেমাটি হারা ২২ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও শুকনা খাবার বিতরণ করেন।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, বন্যাদুর্গতদের সার্বিক তত্ত্বাবধানের আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেকোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।

এ সময় তিনি স্থানীয় উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকা এবং দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে জেলায় পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি ট্রলারযোগে নদীভাঙন ও বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ্তিময়ী জামান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান পিকুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস ও ইউপি চেয়ারম্যান আজাদ খান।

এস.এম. তরুন/এএম/জেআইএম