বিয়ের পরদিনই যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি
নীলফামারীর ডোমার উপজেলায় হামিদুল ইসলাম (৩০) নামে এক যুবক বিয়ের পরদিনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ী গ্রামের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।
জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাছান আলী জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী গ্রামের রুহুল আমীনের মেয়ে রিপা আক্তারের (২২) সঙ্গে হামিদুল ইসলামের বিয়ে হয়। শুক্রবার হামিদুলের বাড়িতে বৌভাত হওয়ার কথা ছিল। এর আগেই তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
আরএআর/পিআর