ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ফিল্মি স্টাইলে ১০ লক্ষাধিক টাকা ছিনতাই

প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৪ জুন ২০১৫

সাতক্ষীরা শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে মটর পার্টসের দোকান থেকে দশ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

রক্সি সিনেমার সামনে উজ্জ্বল ব্রাদার্স অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী সুজ্জ্বল সিংহ জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে মটর পার্টস বিক্রির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সুলতানপুর কাজীপাড়ার শুভ্র আহমেদ ও মুনজিতপুরের টিপুর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানের ক্যাশবক্স ভেঙ্গে ১০ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে। এছাড়া তার গলায় থাকা ৬০ হাজার টাকা মূল্যমানের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। ছিনতাই কাজে বাধা দেওয়ার চেষ্টাকালে তিনি সন্ত্রাসীদের মারপিটে আহত হয়েছেন। এ ঘটনায় তিনি সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর