ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্র মামলায় ১০ বনদস্যুর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৪ জুন ২০১৫

অস্ত্র মামলায় সুন্দরবনের ১০ বনদস্যুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. ওহিদুজাজামান তিন আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জিহাদ বাহিনীর সদস্য।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছে বনদস্যু আ. রশিদ, আব্দুল বারেক,ওমর ফারুক,ওলি, জাহাঙ্গির, আলী, মতি শিকদার, মোনতাজ, মোক্তার ও রিপন। দণ্ডপ্রাপ্তরা বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকায় ডাকাতির প্রস্তিুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রসহ বসদস্যু জিহাদ বাহিনীর পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। এ ঘটনায় শরণখোলা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক ২৫ ফেব্রুয়ারি কুখ্যাত বনদস্যু জিহাদসহ ১১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে অস্ত্র মামলায় বিচারচলাকালে ক্রসফায়ারে বনদস্যু জিহাদ নিহত হয়।

শওকত আলী বাবু/এআরএ/আরআই