ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে তোলপাড়

প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৪ জুন ২০১৫

নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য ও জলঢাকা কাজিরহাট গ্রামের আওয়ামী লীগের কর্মী সেলিম রেজাকে (৩০) ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তার এ সাজা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেলিম রেজাকে মাদক সেবনের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান হাবিব। বুধবার গভীর রাতে এই ঘটনার পর ওই যুবককে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত যুবক জলঢাকা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য ও জলঢাকা কাজিরহাট গ্রামের আওয়ামী লীগের কর্মী কাল্টু মাহমুদের ছেলে।
 
এদিকে এই  ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লিপন অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে পোষ্ট দেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য সেলিম রেজা। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সেলিম রেজাকে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী বানিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, বুধবার রাত ১২টার দিকে জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল সেলিম রেজাকে মোবাইল ফোনে থানায় আসতে বলেন। তিনি থানায় এলে তাকে আটক করে ওসির রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে  হাত পা বেঁধে শারীরিক নির্যাতনের পর তার মুখে মদ ও ফেন্সিডিল ঢেলে দেয়া হয়। এরপর তাকে জলঢাকা হাসপাতালে পাঠিয়ে ওয়াশ করানো হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান হাবিরের কাছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তারা বলেন, যে ছেলে পান সিগারেট কোনোদিন খায়নি তাকে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী বলে আখ্যা দেয়া হলো। যা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তারা।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব ও  থানার ওসি মনিরুজ্জামান মনির জাগো নিউজকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন সেলিম রেজা মাদকসেবি ও বিক্রেতা। তাকে  মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জাহিদুল হক/এমজেড/আরআইপি