৬ ইউপি সদস্যসহ শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান
টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় এমপি মো. একাব্বর হোসেনের হাতে নৌকা প্রতীক দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি। ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, সাবেক আহ্বায়ক মো. সেলিম শিকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, স্থানীয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে ইউপি চেয়ারম্যান ও ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রউফ ও ইউপি সদস্য মো. সোলাইমান হোসেন, সাইফুল মিয়া, জয়নাল আবেদীন, সোবান, মিনহাজ ও পারভীন আক্তারসহ শতাধিক বিএনপির নেতাকর্মী মো. একাব্বর হোসেন এমপির হাতে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
অপরদিকে, বিকেলে উপজেলার মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলেক মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগ নেত্রী সালমা সালাম উর্মি, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, ছানোয়ার হোসেন প্রমুখ।
এস এম এরশাদ/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি