সাতক্ষীরায় সর্বহারা পার্টির চাঁদা দাবি, ক্লু পায়নি পুলিশ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় শিক্ষক, চাকরিজীবী, ঠিকাদার, ব্যবসায়ীসহ প্রায় ২০ জনের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা চাওয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরিও হয়েছে থানায়। তবে ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও কোনো ক্লু পায়নি পুলিশ।
কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের বস্ত্র ব্যবসায়ী মাহাবুবল হক, মাহাবুবর রহমান ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুলাহ জানান, ১৬ আগস্ট সর্বহারা পার্টির সদস্য পরিচয়ে ০১৮৫৫-৪৮৫৭৮০ নম্বর মোবাইল ফোন থেকে তাদের কাছে পৃথক পৃথক অংকের টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় ওই দিন বিকেলে কালিগঞ্জ থানায় তারা পৃথক পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন।
সর্বহারা পার্টি পরিচয়ে কমপক্ষে ১৭ জন শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী ও ঠিকাদারের কাছে বিভিন্ন সময় ০১৮৫৫-৪৮৫৭৮০ ও ০১৯৯৫-৭৬৯২৬৯ নং মোবাইল থেকে চাঁদা দাবি করে।
এর মধ্যে সুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমকিদাতাদের দেয়া একটি বিকাশ নম্বরে ১২ হাজার টাকা পাঠিয়েছেন। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোমিন একইভাবে বিকাশ নম্বরে এক হাজার টাকা দিয়েছেন। আবার অনেকে টাকা দিলেও মুখ খুলছেন না।
এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, একটি বেসরকারি তথ্য অনুযায়ী হুমকিদাতাদের ব্যবহৃত দুইটি সিমের মালিক কুষ্টিয়া ও গাইবান্ধার দুই জনের নাম পাওয়া গেছে। বিকাশে টাকা দাতাদের তাদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়।
তবে বিকাশ নং ও মোবাইল কললিস্ট তুলে সাতক্ষীরা ডিএসবির মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। খুব শিগগিরই সঠিক তথ্য বেরিয়ে আসবে ও হুমকিদাতাদের আইনের আওতায় আনা হবে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি