ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৫ জুন ২০১৫

বান্দরবানে রোয়াংছড়ি রামজাদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার  সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার (৪১) ও কনস্টেবল খলিলুর রহমান (৩২)।

স্থানীয়রা জানান, জেলা শহর থেকে মোটরসাইকেলে ওসিসহ পুলিশ সদস্যরা রোয়াংছড়ি যাওয়ার পথে রামজাদীতে বিপরীত দিক থেকে আসা বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত হন ওসি আব্দুস সাত্তার ও কনস্টেবল খলিলুর রহমান। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কনেস্টবল খলিলুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতােল পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

সৈকত দাশ/এমজেড/এমএস